এসময়ের বেস্ট ক্যামেরা স্মার্টফোন 2K18
সাত কিংবা আট বছর আগেও স্মার্টফোন বলতে কালার ডিসপ্লে আর বড় স্ক্রিণযুক্ত মোবাইল ডিভাইসগুলোকেই বুঝানো হতে। আর এখন সময়ের বিবর্তনে আর সাদাকালো ডিসপ্লেযুক্ত মোবাইল ডিভাইস বাজার থেকে একদমই উঠে গিয়েছে। আর এরই সাথে কম্পিউটারের মতোই পারফরমেন্স এবং হার্ডওয়্যার আপগ্রেড আমরা এখনকার যুগের স্মার্টগুলোতে দেখতে পাচ্ছি। আর বিশেষ করে স্মার্টফোনের ক্যামেরাও বর্তমানে প্রায় ডিএসএলআরের সাথে পাল্লা দিতে শুরু করেছে। আমাদের অনেকেই স্মার্টফোন কিনে থাকেন মূলত ক্যামেরা দিয়ে সেলফি এবং ছবি তোলার জন্য। বিশেষ করে পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরাগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে বেশ কয়েক বছর হয়ে গেল স্মার্টফোন ক্যামেরাগুলো তাদের জায়গায় নিজের স্থান বসিয়ে নিয়েছে।
নতুন স্মার্টফোন কেনার সময় প্রসেসিং পাওয়ার, র্যাম, স্ক্রিণ সাইজ, ব্যাটারি ক্ষমতা, অপারেটিং সিস্টেম ছাড়াও বর্তমানে ক্রেতারা যা দেখে থাকেন তা হলো স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি। আজকের বাজারের বেস্ট ক্যামেরাযুক্ত স্মার্টগুলোকেই নিজেই আজকের আমার এই টিউনটি সাজানো হয়েছে।
ক্যামেরার পিক্সেলের সংখ্যার উপর ক্যামেরার কোয়ালিটি সেট করা হয়ে থাকে। এছাড়াও আপনাকে ফোকাস লেন্থ আর পিক্সেল সাইজকেও মাথায় রাখতে হবে ক্যামেরা ভিক্তিক স্মার্টফোন কেনার আগে।
উচ্চ মানের মেগাপিক্সেলের মাধ্যমে প্রতিটি পিকচারে আপনি বেশি ডিটেইলস পাবেন। বিশেষ করে পিকচার ক্লিয়ারিটি, জুমিং এবং ক্রপের জন্য উচ্চমানের মেগাপিক্সেলগুলো বেশ কাজে দেবে আপনাকে। কিন্তু ভালো ক্যামেরার সবকিছুই মেগাপিক্সেলের উপর নির্ভর করে না। না হলে ২০১৩ সালের মটোরোলার ৪২ মেগাপিক্সেলের মোবাইল ডিভাইসটি এখনো বাজারের শীর্ষে থাকতো।
মেগাপিক্সেলের সাথে সেন্সর সাইজকেও আপনাকে মাথায় রাখতে হবে। সেন্সর সাইজের মাধ্যমে ক্যামেরা এসপেক্ট, ক্রপ ফ্যাক্টর এবং ফোকাস লেন্থ বিষয়গুলো নির্ভর করে থাকে। এছাড়াও সেন্সর সাইজের উপর লাইটিংয়েরও একটি বিষয় থেকে থাকে। সেন্সর সাইজ যত বড় হবে ক্যামেরাটি তত বড় এরিয়ার লাইটিং কভার করতে পারবে। আর অন্যদিকে মেগাপিক্সেল কাউন্ট সাইজটি মূলত ক্যামেরার জুমিং এবং ক্রপিং ক্ষমতাকে নির্দেশ করে থাকে আর সেন্সর সাইজ ক্যামেরার লাইটিং কভারেজের দিকটি দেখে থাকে। আর অন্যদিকে ফোকাস লেন্থ ফিচারটির ক্যামেরার সেন্সর আর লেন্সের মধ্যকার দূরত্বকে নির্দেশ করে থাকে। এছাড়াও ফোকাস লেন্থের মাধ্যমে আমরা ক্যামেরার ফিল্ড অফ ভিউ এবং ম্যাগনিফিকেশন সুযোগটি নিয়ে থাকি।
তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের টিউনের মূল বিষয়তে চলে যাই।
ক্যামেরা ভিক্তিক বেস্ট বাজেট ফোনগুলো:
১) হুয়াওয়ে অনর ৬এক্স (১৮৫ মার্কিন ডলার)
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশ্বে স্যামসংয়ের পরেই হুয়াওয়ে ব্রান্ডের স্থান। আর হুয়াওয়ে ব্রান্ডের ক্যামেরা ভিক্তিক ফোন হিসেবে হুয়াওয়ে অনর ৬এক্স ডিভাইসটি আপনার ক্যামেরার চাহিদা এবং বাজেট দুটোর দিকেই নজর দেবে। ডিভাইসটিতে রয়েছে সেকেন্ডারি লেন্স। আর ডিভাইসটিতে থাকছে ডুয়াল ক্যামেরা যেখানে ফ্রন্ট ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল এর এবং এর নিচেই আপনি ২ মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাচ্ছে। ডিভাইসটি দিয়ে লোয়ার লাইট পরিবেশেও আপনি চমৎকার ছবি তুলতে পারবেন। তবে নাইট কিংবা এইচডিআর মোডে ছবি তোলার সময় মোশন ব্লুতে কিছু সমস্যা আপনি দেখতে পাবেন।
ডিভাইসটির সেকেন্ডারি লেন্সটি ডিভাইসটির bokeh মোডটিকে Wide Aperture ফিচারে একটিভ করে এবং আপনাকে আরো উন্নত কোয়ালিটির ছবি উপহার দিতে সাহায্য করে। ডিভাইসটি ডিফল্ট ক্যামেরা এপপ এবং প্রো ক্যামেরা এপে আপনি ISO, aperture, focus and white balance adjustments এর জন্য বিভিন্ন টুলস সেটিংস পেয়ে যাবেন। ডিভাইসটির ক্যামেরা একেবারে পারফেক্ট নয় এবং ডিভাইসটিতে বিভিন্ন প্রিমিয়াম ফিচারগুলো যেমন NFC, ডুয়াল ব্রান্ড ওয়াইফাই নেই কিন্তু তবুও ডিভাইসটির প্রাইস পয়েন্ট হিসেবে ক্যামেরাটি বেস্ট অবস্থানে রয়েছে। ডিভাইসটি আপনার বাজেটের মধ্যে আপনার ক্যামেরার ক্ষুদা মিটাতে পারবে।
ডিভাইসটিতে আপনি পাচ্ছেন ডুয়াল লেন্স ক্যামেরা, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই, ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট রম সহ আরো অনেককিছু।
২) আসুস জেনফোন ৩ জুম (৩১৪ মার্কিন ডলার)
ডিভাইসটির নামের মতোই ডিভাইসটি ক্যামেরা ভিক্তিক ভাবেই বানানো হয়েছে সেটা বলা যায়। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট রম, অ্যান্ড্রয়েড ৭.১ সহ বিভিন্ন ফিচার আপনি ডিভাইসটিতে পাবেন। আসুস জেনফোন ৩ জুম ডিভাইসটি তার লম্বা ব্যাটারী লাইফের মতোই তার ক্যামেরার ফোকাস এবং জুমও সেই রকম লম্বা সাইজের ফিচার হিসেবে আপনাকে উপহার দিতে সক্ষম।
ডিভাইসটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সাথে পাচ্ছে ২.৩এক্স অপটিক্যাল জুম সেখানে আপনি পাবেন ১২ মেগাপিক্সেল এর সুবিধা। জুম ডিভাইসটি দিয়ে আপনি প্রায় আইফোন ৭ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। তবে আরো বেশি মেগাপিক্সেল এই বাজেটে পেতে চাইলে আপনি ১৬ মেগাপিক্সেলের Alcatel Idol 4S ডিভাইসটি পরখ করতে পারেন।
৩) অপ্পো আর১১ (৫১৫ মার্কিন ডলার)
সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট রম, অক্টা কোর প্রসেসর এবং মূলত সেলফি ফিচার নিয়েই অপ্পোর এই আর১১ ডিভাইসটি আপনি ক্যামেরা এবং সেলফি ক্ষুদা মেটাতে কিনে নিতে পারেন।
অপ্পোর ডিভাইসগুলো হাতে নিলে প্রায়ই আইফোনের মতোই ফিল পাওয়া যায়। ডিভাইসটিতে রয়েছে ২০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা আর সামনে দিকে পাচ্ছেন ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তিনটি ক্যামেরা নিয়ে ডিভাইসটি আপনার ক্যামেরার ক্ষুদা অবশ্যই মেটাতে সক্ষম হবে। এছাড়াও ডিভাইসটি লো লাইট ক্যামেরা ফিচার দেখে আপনি অবাক হয়ে যাবেন। ডিভাইসটিতে এছাড়াও আপনি পাচ্ছেন HDR, Panorama, Facial detection সহ ইত্যাদি সকল ফিচার।
৪) ওয়ান প্লাস ৫ (৫৭৪ ডলার)
৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রম এবং সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে নিয়ে ওয়ান প্লাস ৫ সেটটি আপনি ক্যামেরা এবং একই সাথে দুদার্ন্ত পারফরমেন্সের জন্য কিনে নিতে পারেন। কারণ এতে রয়েছে বড়সড় ৮ গিগাবাইটের র্যাম, ১২৮ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ এবং একই সাথে আপনি পেয়ে যাচ্ছে ২০ মেগা এবং ১৬ মেগাপিক্সেলের পেছন ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরাগুলোতে আপনি পাচ্ছেন f/1.7 এর Wide Aperture ফিচার। আর telephoto lens এর ক্ষেত্রে আপনি পাচ্ছেন f/2.6 Aperture আর দুটো সেন্সরই যখন কালার সেন্সর হিসেবে আপনি পাচ্ছেন তখন আপনি এই ডিভাইসটি দিয়ে জুমিং করতে পারবেন আপনার ইচ্ছেমত কারণ জুমিংয়ের জন্য ইমেজ কোয়ালিটি আর এখানে লস হবে না।
৫) গুগল পিক্সেল (৪৯৯ মার্কিন ডলার)
গুগলের পক্ষ হতে গুগল পিক্সেল হচ্ছে প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস এবং স্বভাবতই গুগল পিক্সেল ডিভাইসটির জন্য বেশ দারুণ মাকের্টিং করেছে গুগল। কারণ ডিভাইসটি একই সাথে প্রাইসের দিক থেকে কম, স্পেসিফিকেশনের দিক থেকে সুপার এবং অ্যান্ড্রয়েডের একটি দারুণ নিজস্ব সংক্ষরণ আপনি এই ডিভাইসে পাবেন। এছাড়াও ডিভাইসটির সাথে আপনি পাচ্ছেন একটি দারুণ ক্যামেরা আর ডিভাইসটির ডিফল্ট শুটিং মোডটি হচ্ছে HDR এবং একই সাথে লো লাইটে ডিভাইসটির ক্যামেরা পারফরমেন্সটি বেশ চমৎকার। এছাড়াও শুধুমাত্র হাতের কবজি হালকা নড়িয়েই আপনি ফ্রন্ট এবং পেছনের ক্যামেরায় সুইচিং করতে পারবেন! ডিভাইসটিতে রয়েছে ১২.৩ মেগাপিক্সেলের f/2.0 ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের f/2.4 ফ্রন্ট ক্যামেরা, ডিফল্ট HDR শুটিং এবং চমৎকার লো লাইট পারফরমেন্স।
No comments